ই-ভ্যালি ইস্যুতে আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

১৩ ডিসেম্বর, ২০২১ ১৭:০৮  
গ্রাহক ঠকানোর অভিযোগে আলোচিত ই-কমার্স কোম্পানি ইভ্যালির বিরুদ্ধে এক ক্রেতার করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেলেন অভিনয় শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে তাদের এই আগাম জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার এ বেঞ্চে আগাম জামিনের আবেদন করেছিলেন মিথিলার আইনজীবী ইমতিয়াজ ফারুক। তার সঙ্গে ছিলেন নিয়াজ মোর্শেদ। অন্যদিকে আদালতে শবনম ফারিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে ইভ্যালি হাজারো গ্রাহককে এরই মধ্যে পথে বসিয়েছে এবং এর মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ ও প্রতারণায় বিবাদিদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ এনে সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় মামলাটি করেন।